উজানের ঢলে ভেসেছে নগর,
ডুবেছে কানন, গোলাপ, টগর;
ভেসে গেছে কত গ্রাম জনপদ
মাঠ-ঘাট ডুবে হয়ে গেছে হ্রদ!


কাঁদে গৃহবধু, কাঁদে কত শিশু
স্রোতে ভেসে গেছে নাকের নথ,
তলানীতে গিয়ে ঠেকেছে স্বপ্ন
থেমে গেছে কত জীবন রথ!


ছিল না যাদের কখনো অভাব
অনটনে তারাও পেতেছে হাত,
দুই চোখে ঝরে অশ্রু বন্যা
কাটে না সহজে দুখের রাত!


ক্ষুধার জ্বালায় কাঁদে বানভাসী
কারও মুখে নেই এতটুকু হাসি,
বাঁধভাঙ্গা ঢেউয়ে ফুঁসে জলরাশি
সান্ত্বনা কেউ দেয় না রে আসি!


ত্রাণ নিয়ে চলে অগোচরে খেলা
নীতিহীনদের কারসাজি,
মানবতা যেথা মাথা কুটে মরে
দায়হীন সেথা হাজী গাজী!