দিনান্তের অবসরে খুঁজে ফিরি অগোচরে
পথ যদি পেয়ে যাই, সেই আশা করে!
আমার মনের মাঝে, কিছু কথা নড়েচড়ে
অধরা অবনী আমার থাক না বহুদূরে!


কি এমন এসে যায়, সবই যদি পালায়
মাটির গহবরে, বালুচরে, দিগন্ত ছেড়ে!
আমি শুধু খুঁজে ফিরি আমার পরিচয়,
কোথায় লোকান্তর, দেখা পাব কি করে।


আকাশের রঙগুলো বদলে যায় ক্ষণে ক্ষণে!
যেমন এ মন বদলে যায় নিরন্তর মোহে!
অনেক কষ্ট করেও যায় না বেঁধে রাখা
মিথ্যো স্বপ্নের পিছে ছুটে চলে সোৎসাহে!


কার সাথে করি প্রেম, সে কি ভালবাসে!
দু’জনার দু’টি পথ ভিন্ যদি হয় শেষে,
অথবা আমাকে নিয়ে যায় যদি ভুল পথে
অনুতাপে দগ্ধ হয়ে গ্লানিতেই যাব মিশে!


ক্ষমা কর তাই প্রিয়, রেখে যাও তৃণদেশে
বলো না আমায় আর তোমার সাথে যেতে,
আমি যা খুঁজে ফিরি, আকাশ পাতাল গিরি,
অরণ্যের মাঝে চলি সেই পথ খুঁজে পেতে।