মহাশয় গালি দিলে জারজ, বখাটে বলে
সুধীজন বলেন আহা! বেশ বেশ বেশ!
দাওয়াত জানিয়ে পরে বেহায়া উপাধি দিলে
সুশীলের মর্যাদা বাড়ে বুঝি সবিশেষ!


নীরবে মেনে নিলে নিয়ত হানবে দিল্ এ
বিরুদ্ধবাদী হ’লে ডুবিয়ে মারবে ঝিলে!
অসম এমন রণে পরাজয় মেনে নিলে
আহা! কি হাওয়ার বেগ দোলা দেয় পালে!


অকাল-অসময়ে যবনিকা টেনে দিলে
মোহিনী বাঁশির সুর হবে না শোনা!
দিবস এখনও বাকি, নিশি যদি কাড়ে আঁখি
বিজয় পালক আর হবে না গোনা!


চাঁদের আলোয় দেখি, জোছনা বাঁধে রাখি
তবু ঢেকে যায় মেঘে সুরেলা পাখি,
আকাশে জ্বলে তারা, নিভু নিভু জোনাকিরা
প্রণয় আসে না তাই স্বপ্নরা দেয় ফাঁকি!


তোমার মধুর বাণী, কান পেতে শুনি আমি
হৃদয়ে জাগে যদি প্রেম-ভালবাসা,
মগজে নেই মেধা, পদে পদে পাই বাধা
আসমানী আশ্বাসে জাগে তবু আশা।