একটি ফুলকে বাঁচাবার গানে
মুক্তির যুক্তি আর স্বপ্নিল
সুরের মুর্চ্ছনা ছিল।


তখনও আমার হৃদয়ের গভীরে
সঞ্চিত ছিল গভীর ভালবাসা,
ধরেনি তখনও মরীচিকা।


অথচ তোমার পাল তোলা নাও
জোয়ারের জলে ভেসে ভেসে
সাগর পানে ছুটে গেল!

আমি-অপলক নয়নে দেখলাম
প্রিয় পতাকার ভালবাসায়
ঝরে যাওয়া অশ্রু!


আবার যখন আমার উঠোনে এসে
দাঁড়ালে, ততদিনে মুছে গেছে
স্বপ্নে দেখা রংধনুর রঙ!


তোমার সমস্ত শরীরটা তখন
নিকোটিনের ঘৃণিত বিষে
নীলবর্ণে ছেয়ে গেছে!


সেদিন নির্বাক চেয়ে দেখেছিলাম,
তোমার পতাকাটা ছিল যেন
তোমার মতই বর্ণহীন!