আলোর সন্ধানে অমানিশায় ধরি অরণ্যপথ!
যেখানে কেউকেটা করে বসবাস;
হিংস্র পশুরা থাবা মেরে করে কুপোকাৎ!
হায়েনার অট্টহাসিতে থমকে যাই অকস্মাৎ!
মৃত্যুর আদিম নিষ্ঠুরতায় লজ্জা পায় সভ্যতা!
অথচ, ভাষার জৌলুশে ছড়িয়ে পড়ে
চমক আর নান্দনিক কাব্যিকতা!
কখনো বিদ্রুপের বাণে বিদ্ধ হয় হৃদয়!
চলে অবিরত রক্তক্ষরণ অদন্ডিত সুধিদের!
কলঙ্কের ছাপ গভীর থেকে গভীরতর হয়!
সাম্প্রতিক ইতিহাসেও বোধোদয় হয় না,
সতীর্থের আমলনামায় করে না কর্ণপাত!
বরং দ্বিগুণ গতিতে হামলে পড়ে পিশাচ
বেগানার আঁচলখানি করে দিতে লজ্জাময়!