সুখের সাথে সন্ধি আমার হয়নি কোনদিন!
বেড়ে গেছে জীবন ভরে অনেক বেশি ঋণ!
মুক্তি পাবো এমন আশা করিয়াছি কতবার
কিন্তু শেষে ধোঁকা খেয়ে মেনেছি শুধু হার!

খন্ডকালীন জীবন নিয়ে করি কত অহঙ্কার!
আপন স্বার্থে ছিনিয়ে নেই অন্যের অধিকার!
শুনি না আর্তের কথা, বুঝি না তাদের ব্যথা
লোপাট করে অন্ধের মত, দাবী করি মাতা!


ভিন্নখাতে চালিয়ে দিতে, করছি কারসাজি
বাকিরা সব সত্য বলতে জীবন ধরে বাজি!
আঁধার ঘরে বসত করে কালের কালো খল্
নষ্ট হৃদয় কষ্ট দিয়েও বার বার ঢালে জল!


আগামীকালের ভয়াল চিত্র শঙ্কা ঢের বাড়ায়
তৃণমূলের অসহায় যত অঝোরে অশ্রু ঝরায়!
কোথায় গিয়ে কার কাছে ওরা করবে নালিশ
কারো হাতে নেই সময়, করবে তার সালিশ!