খেলা চলছে, বেশ জমেও গেছে!
ফলাফল কার পক্ষে যাবে, কে বলতে পারে!
তবে, খেলা বেশ ভালোই উত্তাপ ছড়াচ্ছে!
মনে হয়, নতুন কোন ইতিহাস সৃষ্টি হবে!
কে পাবে ফুলের মালা আর কার ভাগ্যে
জুটবে রাতের বিষাদমাখা নীরব কান্না!


মর্ত্যের খেলাঘরে চলে কত রঙের খেলা!
খেলোয়ার ভুলে যায়, কি হবে ডুবলে বেলা!
তবু খেলে রঙমহলে সঙ সেজে যারা,
তারা কি কখনো ভাবে, খেলে কানমলা-
জনতা দুখের মাঝেও হাসবে প্রাণখোলা!
না ভেবে করে কৌশল বসিয়ে মেলা!


দর্শক যারা, বসে আছে অধীর আগ্রহে
দেখতে দম কত কার, ভুলে সব জ্বালা!