বিন্দু বিন্দু ঘামে
ইতিহাস জমে
জমে স্বপ্নের ক্ষুধা,
যৌবন যার
করে জ্বালাতন  
পান করে সেই সুধা!


অন্তহীনার
বুকে বাজে ব্যথা
বিরহের যাতনায়,
দিবা নিশি গাঁথে
জীবনের মালা
সুরের মূর্ছনায়।


অবিনাশী প্রেম
তুলির আঁচড়ে
এঁকে যায় আল্পনা,
শিশিরের মত
তৃণার ডগায়
পড়ে রয় কল্পনা!


অবশেষে মিশে
জীবনের রেখা
বিমূর্ত মোহনায়,
হৃদয় আর কভূ
করবে না স্নান,
মোহনীয়া জোছনায়!