রাগ করো না সোনা মণি
রাগের করো শ্রাদ্ধ,
মায়ের হাতে দারুন মজা
চট্ করে খাও খাদ্য।


নইলে আসবে বর্গীরা সব
বাজিয়ে রণ বাদ্য!
নিয়ে যাবে খাবার-দাবার
রুখার নেইরে সাধ্য!


রাগের সাথে করতে হবে
তোমায় ভীষণ যুদ্ধ,
ঠান্ডা মাথায় ভাবতে হবে
হইও না আর ক্রুদ্ধ।


যদি তুমি খাদ্য না খাও
মা যে পাবে দুঃখ,
মায়ের কষ্ট মিটিয়ে দিতে
হতেই হবে মুখ্য।


এবার তোমায় হতে হবে
একশত ভাগ শুদ্ধ,
বর্গী রুখতে করতে হবে
বাড়ির খিড়কি রুদ্ধ।