সুবর্ণ জয়ন্তীর উপকন্ঠে দেখি মিথ্যা খতিয়ান!
অর্বাচীনের কলম লিখে যায় বিজয়ের জয়গান!
স্তম্ভিত হয়ে যাই দুর্বিনীতের স্বার্থপর আচরণে!
একই মুখে অজস্র খই ফোটে এ বিচিত্র ভুবনে!
কখনো শত্রু, কখনো বা মিত্র হয় সময় বুঝে!
কাদামাটি থেকে বেড়িয়ে এসে স্বর্গের দ্বার খুঁজে!
ছুঁড়ে মারে বিদ্রুপের নির্মম বাণ স্পষ্ট দম্ভযোগে!
দ্রোহীর খুনে দূর হয় ক্ষুধামন্দা বিজ্ঞানের যুগে!


স্তম্ভিত জাতি স্মৃতির মিনারে দাঁড়িয়ে স্বপ্ন দেখে
বিজয়ের সেই সোনালী দিনের দীপ্ত আবেগ মেখে!
স্বাধীনতার আকাঙ্খা এখনও মুক্তির আনন্দ চায়,  
সুখের ঠিকানা খুঁজে সবুজ জমিনের শান্ত ছায়ায়।
স্বাধীনতার কবিতাও পণ্য হয়ে যায় রাজনীতিতে!
হয় শোষকের হাতিয়ার; খোদাদ্রোহীর অপমৃত্যুতে!