বৃষ্টি এলো মিষ্টি নিয়ে
হিমেল ভানে চড়ে,
শীতল করে দিল হৃদয়
ঝরঝরিয়ে ঝরে।


মাঠে-ঘাটে থৈ থৈ জল
শৈশব এলো ফিরে,
জানলা দিয়ে চেয়ে দেখি
আসছে থেমে ধীরে!


গাঁয়ের বধু ভিজছে দেখ
মনের কি উল্লাসে,
দুলছে চরে বায়ুর সাথে
ওই দেখ না কাশে।


ভিজছে গরু, বৃক্ষ তরু
সিনান করে কাকে,
ডিঙ্গি দেখ চলছে কেমন
নদীর বাঁকে বাঁকে।


টিনের চালে টাপুর-টুপুর
কেমন মধুর তান,
এক নিমেষে গরম গেলো
খোদার কেমন দান।