একদা অবাধ্য ছিল, গোঁয়ারের শেষ!
আজ ওরা গণপতি, মানিয়েছে বেশ!
বিচার সালিসে দেয়, টাকা খেয়ে রায়!
মাদক বাণিজ্য থেকে বখরা কামায়!
আহা কিযে নীতিজ্ঞান! কি সোনার দেশ!
তবুও বলছে সবে, বেশ বেশ বেশ!
জ্ঞানী-গুণী বন্দী ঘরে, করে হা-হুতাশ,
স্বাধীনতা কাঁদে দেখে ওদের বিলাস!


মৃত্যুর পরেও যদি সব হয় শূন্য;
কেন ত্যাগ করে হবে বোকা বলে গণ্য?
তাইতো যার যা খুশি, করে মুক্তমনে,
ওপারে বিচার হবে, ভাবে কোন জনে!
অতএব, যা হবার তাই হবে ভবে;
যা চাইবে জনগণ, তাই খোদা দিবে।