সমস্ত পথ থেমে গেছে যেই মোহনায়!
যেইখানে থমকে গেছে জীবনের গতি!
তিমিরে ঢেকে গেছে আলোর ফোয়ারা!
সাদা আর কালো গড়েছে ইতির ভীতি!    
এখানে মুক্তির আকুতির বসে না হাট;
বলিদানে বিকৃত প্রাপ্তিতে উচ্ছাসে মগ্ন!
উদ্ভট শিং দিয়ে গড়ায মানুষেরই খুন!
কারণ, মানুষই যে উত্তরণের অন্তরায়!


যেখানে স্বপ্নের বিনিময়ে আত্মা বিকায়!
যেখানে গড়ে উঠে ঝলমলে জাহান্নাম!
যার উত্তাপে ঝলসে উঠে ইতরের অঙ্গ!
লোভ আর মোহ যেখানে পুঁজি-হাতিয়ার;
যা দিয়ে গড়ে তোলে নগরে পশুর রাজ!
অতঃপর বিজয়ানন্দে হাসে ঘৃণ্য সংকট!