ওয়ান ইষ্টু ওয়ান হলে সৌজন্যতা বজায় থাকে
নইলে মনটা ফাঁকা ফাঁকা, হতাশ হতাশ লাগে!
তাইতো শুধু ঘুরি-ফিরি
সঙ্গী-সাথীর বাড়ি বাড়ি;
আদান-প্রদান সমান হলে হৃদয়ে সাহস জাগে।


আলো ভেবে আলেয়াকে রাখিলাম দলে
ঝোপ বুঝে মারে কোপ, কলে-কৌশলে!
ঢুকেছিল সুঁই হয়ে
বেরোলো ফাল হয়ে!
তছ্নছ করে দিল, নানা রূপ ছলে!


আমার সময়ে যেটুকু করেছি পাই নাই তার দাম,
পারলে তোমরাও রক্ত দাও, কামাও ক্ষাণিক নাম।
তারপর বল, আমিও পেরেছি;
নইলে পালাও, অনেক সয়েছি!
বড় বড় কথা ঢের বলা যায়, করিয়া দেখাও কাম!