পথ নেই! পথ নেই! আমি অবরুদ্ধ;
কেমনে করবো আমি, জীবনের যুদ্ধ!
যা কিছু করেছি আগে, ছিল না বিশুদ্ধ
মন চায় ফিরে গিয়ে, করে আসি শুদ্ধ।
খেয়ালের দাস হয়ে, লিখেছি ফিচার
যা খুশি করেছি আগে, করিনি বিচার,
কবিতা লিখেছি কত, না মেনে কানুন
তাই আজ মনোমাঝে, জ্বলছে আগুন!


ফুরিয়ে গিয়েছে দিন, অতঃপর রাত
দেখিবারে চায় মন, আগামী প্রভাত!
আজ সব মনে পড়ে, করি অনুতাপ!
আর নেই অজুহাত, করি না বিলাপ,
ভুল পথে চলে চলে, মরমে মরেছি
ক্ষমা করো প্রিয়তম, তওবা করেছি।