দুর্গম গিরিপথে হেঁটে চলি আমি অনন্তকালের ডাকে
যে পথে লোভ আর প্রলোভন নীরবে লুকিয়ে থাকে।
হাজারো মনের কত যে মানুষ বেখেয়ালি হয়ে চলে
শীতল সমীরে চায় কিছু সুখ সীমানা দেয়াল ভুলে!


আকাশে দেখে চাঁদ, নিলাজ সুজন ডাকে প্রিয়া বলে
মেঘের আড়ালে লাজে ডুব দেয় মোহনীয় কত ছলে,  
আপন ভাবিয়া ধরিবারে চায়, করে কত ছলা-কলা
হায়রে মানুষ মানে না বয়স বয়ে গেছে কত বেলা!


অলি-গলি মাড়িয়ে সুযোগের সন্ধানে ভ্রান্ত পথিকরা
যে নামের পিছনে ছুটছে, সে তো নিজেই ছন্নছাড়া!
তবু নেই ক্লান্তি, উদ্ভ্রান্তের মতই অহেতুক ছুটে চলা
যদি কখনো ভেঙ্গে যায় ভুল, পাইতেও পারে ভেলা।


অবশেষে তবুও বিধাতার সাথে হতো যদি সমঝোতা
হয়তো মুছে যেত হৃদয়ের কালিমা শুদ্ধ হ'তো খাতা,
পাবো কি সুপথ যাবে কি বিপদ জাগে এই মনে ভয়
ক্ষমা যদি কর হে মহান আল্লাহ্, আর কোন ভুল নয়।