বাকরুদ্ধ প্রাণীর মত মানুষ কাঁদে হতাশায়!
দীর্ঘ কালের ইতিহাস দ্রোহের বাণী শোনায়!
শোষণের প্রচন্ডতায় বিক্ষুব্ধ হৃদয় দুঃখ পায়!
হিংস্র বারুদের সহিংস ঘ্রাণ শুধু দ্বন্দ্ব ছড়ায়!
খঞ্জর দিয়ে খুন ঝরে শংকার কারণ বাড়ায়!
শেষে প্রলয় এসে সুদ-আসলে দায় মিটায়!
শয়তানকে কষ্ট দেয় সেই আলোর ফোয়ারা
যা আঁধারকে তাড়িয়ে দিয়ে করে জ্যোতির্ময়:
এমন কিছু মানুষ থাকে জমিন জুড়ে বিশ্বময়,
যারা নির্দ্বিধায় করে যায় নীরবে কত অন্যায়!
জয়ের আনন্দকেও ওরা বিষ দিয়ে ভরে দেয়!
আবার এমন কিছু মানুষ বিচরণ করে মর্ত্যে,
যারা ক্ষমার মাঝে শুধুই সৌন্দর্য খুঁজে পায়।
ক্ষমাকারীর লাবণ্য  কমে না বরং বেড়ে যায়।