এমন ক্ষমতা আমার নেই প্রয়োজন
যে ক্ষমতা চর্চায় মিথ্যার আয়োজন!
ঘৃণা করি নিরবধি ভোগের ভুবন
তার চেয়ে ঢের ভালো সরল জীবন।


ক্ষমতার জোরে করো কত অনাচার
এমন পল্লী গড়ো যেথা হয় ব্যাভিচার!
স্বজনপ্রীতি নীতির সাথে চলে অবিচার
দুর্নীতির অতি গতি, নেইরে সুবিচার!


সায়াহ্ন জেনেও ভিড়াও বেহায়া তরণী
মিটাতে খায়েশ যেন চাই নয়া তরুণী!
জুয়ার আসরে ভিড়ে ভুলে যাও ঘরনী
পার করো নেশার ঘোরে নির্ঘুম রজনী!


যে প্রতাপ রক্ষায় রচো ক্রূর বিধান!
অকালে হারায় পিতা মেধাবী সন্তান!
তবু চাই প্রতুল বৈভব ভুলিয়া মরণ
ওপারে ফিরতে হবে থাকে না স্মরণ!