অনাদরে তারে ঠেলে দিলে পথে
করেছ কি সুবিচার?
তারপরও তারে করিবারে খুন
লেগে আছ লাগাতার!


মানুষেরই মত আকার হ‘লেও
পশুর মত আচার,
অনুশোচনায় হও না দগ্ধ
মিথ্যা কর প্রচার!


ভিটে মাটি থেকে করে উৎখাত
মিটেনি তোমার সাধ!
জমিটুকু তার করিবারে গ্রাস
বিছিয়েছো মহা ফাঁদ!


গোধূলি বেলায়ও কমেনি দম্ভ
আজও দাও হুঙ্কার!
ক্ষমতা-অর্থ করেছে তোমারে
দুরাচারী বর্বর!


আপনারে তুমি ভাব মহাজন
রঙের মহলে বাস,
আত্মাকে তুমি ভাব অবিনাশী
বাকিদের ভাব দাস!


এখনও সময় যায়নি ফুরিয়ে
খুঁজে নাও সোজা পথ,
আল্লাহর কাছে নত হও যদি
ক্ষমা পাবে আলবৎ।