সময়ের শত বাঁকে জীবনের শুভ ক্ষণে
কুড়িয়েছি মুঠি মুঠি দুখ,
কষ্টে ভরে গেছে হৃদয়ের মন্দির
তাই সখি চাই কিছু সুখ।


ফাগুনে দেখেছি খরা
মেঘে ঢাকা ছিল যে প্রভাত,
কাটিয়েছি কত শত নির্ঘুম রাত!


প্রিয় মুখে শুনেছি কত অপলাপ
জীবনে পেয়েছি তার শত অভিশাপ,
তবুও আশা নিয়ে বেঁধেছি এ বুক!
কষ্টে ভরে গেছে হৃদয়ের মন্দির
তাই সখি চাই কিছু সুখ।


অশনি সঙ্কেতে হারিয়েছি নীলাকাশ
রুদ্র বৈশাখে দেখেছি প্রচন্ড ঝড়!
অশুভ প্রলয়ে তবু ভাঙেনি এ ঘর!


নিঃস্ব প্রহরগুলো ব্যঙ্গ করেছে কত
অন্তরে রয়ে গেছে চাবুকের ক্ষত,
তবুও করেছি খোঁজ স্বর্গের মুখ!
কষ্টে ভরে গেছে হৃদয়ের মন্দির
তাই সখি চাই কিছু সুখ।