টুপি-দাড়ি দেখলেই মারণাস্ত্রের করো খোঁজ,
খুনের নেশায় ক্ষয়রোগ, জোশে আছো ঢের!
বুলেট ভাবো সুখের বড়ি, ঝরাও রক্ত রোজ
এমনি করে চলবে না রে সময়ে পাবা টের!


জালিমের দুঃশাসন থেকে মুক্তির আন্দোলন;
শৃঙ্খল মুক্তির অঙ্গীকার করে স্রষ্টার ইচ্ছায়।
কার নক্সায় খুন ঝরাস ?  বিভৎস অভিযান!
আসমান-জমিন যুদ্ধ হবে অপ্রচলিত পন্থায়।  


যুদ্ধ হলে ধ্বংস হবেই জমিনের বিস্ফোরক;
যুদ্ধ কারো বন্ধু নয় রে; নয় কোন আশীর্বাদ,
ইসলামের কি বুঝবি তোরা বেজন্মা-দত্তক!
শুরুতে যেমন-তেমন, শেষেই আসল স্বাদ!


যুদ্ধতো নরক জীবন, থাকে পরমাণবিক ঝুঁকি,
তোরা কি পারবিরে আর উড়াইতে নিশান ?
বাতাস দুষিত হলে বাংকার খুঁড়ে লাভ কি ?
লাশের চত্বরে উঠবে গড়ে গোরস্থান-শ্মশান!