বিগত দিনের যা কিছু মন্দ
অপয়া অন্ধকার,
অমঙ্গলের অভিশাপগুলো
এসো করি পরিহার।


ঝগড়া বিবাদ হানাহনি নয়
মিথ্যার ধরি টুঁটি,
প্রতিজ্ঞা করি অপশক্তির
হবো না দাবার ঘুঁটি।


ক্ষুধার পৃথিবী জীবন হরণে
অতিশয় নির্মম,
অপবাদ নয়-নয় অভিযোগ
হতে পারে উপশম।


প্রতিহিংসাকে পরাজিত করে
যদি মিলি মোহনায়,
সুখের বার্তা নিয়ে মুক্তির দূত
আসবেই দরজায়।


এসো না সবাই গত হলো যত
পুরোনোকে দেই ছুটি,
দুঃখ বেদনা যন্ত্রণা ভুলে
নতুন সকালে উঠি।


এসো না সকলে মুক্তির তরে
একটি মিছিল করি,
নতুন প্রভাতে নতুন স্বাদের
নতুন পৃথিবী গড়ি।