এ কোন কানাগলি কি বা তার নাম?
যেখানে জমাট বাঁধা শুধুই অন্ধকার,
যেখানে চাষ হয় শুধু দুরাশার!
অদৃশ্য তলোয়ারে আদর্শ কুপোকাত!
কৃষক-শ্রমিক আর মেহনতি মানুষের
ঘাম ঝরা শ্রম যেন নিলামের হাট!
মানবতার নেই যেন কোন দর-দাম,
সুখের সোপান নিয়ে হানাহানি দিনমান,
বুকের রক্ত দিয়ে-
বলীর পাঁঠারা যারে করে নির্মাণ!
মুখোশের আড়ালে যারা যতবড় জুয়াচোর
তাদের দাবার ছকের ঘুঁটি হয়ে হাঁদারাম
নিঃশেষ করে তার দাম হীন প্রাণ!
প্রলাপে সেরা যারা, চাতুরীতে ছিমছাম,
নেশার পসরা যারা ফেরি করে অবিরাম
ফেরি করে স্বপ্নের, মুখে বলে নেই দাম!
যে গলির ইজারা নিয়ে খেলা চলে অগোচরে
মূল্য চুকাতে যারা রাখে অবদান!
জনতার নামে যারা খায় অনুদান!
আখেরে তারাই বেশি হয় পেরেশান!