অনেক কথাই হয় না বলা ঈমান হালকা বলে
এড়িয়ে যাবার রাস্তা খুঁজি তাইতো নানান ছলে!
স্বল্প দামে ঈমান বেচি! যাই পরকাল ভুলে,
ভুলের মাশুল দিতে তখন চড়তে হবে শুলে।


মনের কথা জানেন আল্লাহ্, করি কত ভয়
যতই আড়াল থাক তোমায় করি যেন জয়,
অগোচরে হচ্ছি পাপী, আর যেন না হয়
যাঞ্চা করি প্রভূ আমার অহম করো ক্ষয়।


সহজ-সরল পথে চলার শক্তি আমরা চাই
এই ভুবনে তুমি ছাড়া মাবুদ কেহ নাই,
সুখের শয্যা ছেড়ে তোমায় সেজদা করতে চাই
আর কিছু নয়, ওপার যেন একটু শান্তি পাই।


সৎ কাজে আসে বাধা! অসৎ কাজে নয়!
অত্যাচার আর অবিচারে মোমিন খেই হারায়,
“তসবিহ্ দানা ছিঁড়লে যেমন ঝরবে নিমেষেই
কিয়ামতের আলামত তেমনি আসবে ধরাতেই!”