নগ্নবাদের অস্থিরতা সমাজ কুঁড়ে খায়,
অশ্লীলতার দুয়ার খোলা সবাই সেদিক ধায়!
লজ্জা-শরম পালিয়ে গেছে অসভ্যদের গাঁয়,
দুর্বিনীত পুলকিত বিষের পেয়ালায়!


ভব্যবাদের নীতি কথায় চলবে না রে দেশ!
বিঘ্ন ঘটায় আমোদ-প্রমোদ, ভোগের পরিবেশ!
অতীত দিনের শাস্ত্র কথার দিন হয়েছে শেষ;
মুক্তমনার উদার নীতি ঘটায় দ্বন্দ্বের উন্মেষ!


পাপ-পুণ্যের বিভেদ নীতি বাড়াইছে বিবাদ!
সুখের জীবন হয বিবর্ণ, নষ্ট কোরে স্বাদ!
খাও-দাও, স্ফূর্তি করো বাঁচবে বা ক’দিন
মূর্খ যারা বলছে তারা প্রগতিবাদী বেদ্বীন!


খাজারিয়ান ভেঙ্গে প্রাচীর গড়ে নতুন রাজ;
মানবতার-নৈতিকতার শেকড় ছেঁড়াই কাজ!
ওরা যতই করে বিদ্যা-বুদ্ধি, সম্পদের বড়াই,
প্রলয় যখন করবে গ্রাস, রবে শুধু তারাই।