মনস্তাত্বিক লড়াই যখন মানুষকে ভীষণভাবে
বিভ্রান্তির জালে জড়িয়ে দুর্বল করতে চায়,
বিফল মনোরথে কখনো ফলাফল বদলেও যায়।
বিজয়ের আশায় দিগন্তের প্রান্তসীমায় অবিরত
উঁকি দিয়ে দেখে বেদনার ছায়া কতদূর যায়!


গোধূলি পেরিয়ে ক্রমশ ঘনিয়ে আসে সাঁঝ;
ভীরুতা জাপটে ধরে, শুরু হয় পতনের কাজ!
খুলে দেখে নথি যত, মুনিদের মতামত শত,
রাতের আঁধার এসে ছড়িয়ে দেয় কুয়াশা!
পলকে হারিয়ে যায় স্বপ্নিল মোহনীয় তাজ!


বাতি ঘরে আলো জ্বলে যোজন যোজন দূরে
হৃদয়ের মাঝে তখন বিরাজ করে অন্ধকার!
স্বার্থের খেলা শেষে বিদায় জানায় বেলা-
মনে হয়, আর বুঝি হবে না নব সূর্যোদয়;
খন্ডিত ভালোবাসা ভীরু পায়ে পালিয়ে যায়!