বিজ্ঞান ও প্রযুক্তির মহাকল্যাণে! হয়েছে মানুষ ধন্য
মনের অজান্তে শিরককারী বলে নীরবে হয়েছি গণ্য!
সেকেলে বলে কোরান-হাদিস দিয়েছি যে দূরে ঠেলে
সুখের নহরে করি সন্তরণ তবু ভালোবাসা নেই দিলে!


বিজ্ঞানীদের অঢেল আয়োজনে পরিবেশ হয়েছে রুষ্ট
ভাবিনি কখনো জগতের পিতাকে রাখতেই হবে তুষ্ট,
স্বেচ্ছাচারী মানুষের গুনাহে আবহাওয়া হযেছে ক্ষিপ্ত
যেমন খুশি, তেমন করিয়া, ভোগবাদে হয়েছি লিপ্ত!


উপকরণের কত সমাহার, কত নাম তার, নেই মনে
তবুও সাধ মিটে না রে আর, আরো চাই জনে জনে,
আহ্ কি আনন্দ! আহা কি যে সুখ, স্বপ্নে রয়েছি মগ্ন
নির্বিবাদেই নারী ও পুরুষ ক্রমশ হয়েছি সবাই নগ্ন!


বারুদের ঘ্রাণে ত্রাহি ত্রাহি রব দিনে দিনে বাড়ে দেনা
লোভ-মোহে বাড়ছে ঈর্ষা-বিদ্বেষ বাড়িতেছে শুধু ঘৃণা!
দু’হাজার ত্রিশের পর পিছু না হটলে আসবে বিপর্যয়
অষ্ট্রেলিয়ার বিএনসিসিআর বলেছে, আমার বাণী নয়।


অন্যথায় দু’হাজার চল্লিশে যাব, না ফেরার পরিবেশে
অতঃপর ধ্বংস আসবে অনিবার্য, দুই হাজার পঞ্চাশে!
সেকেলে বলিয়া করি যারে হেলা সেই গ্রন্থ মহাপবিত্র
সাড়েচৌদ্দশত বছর আগেই বলেছে কিয়ামত মহাসত্য।