কোথায় গেল চক্ষুলজ্জা
কোথায় গেল দেশপ্রেম!
আঁধার গলির নর্দমাতে
খুঁজে মরে মাদক-হেম!


আলো কেন শত্রু হলো
তিমির হ’ল বন্ধু আজ!
উল্টে গেল মনের গতি
আপন হলো মন্দ কাজ!


লোভ-লালসা বৃদ্ধি পেল
সত্য কেন হারালে হায়?
মৃত্যু কিন্তু অতি নিকট
স্বজনরাও নেয় না দায়!


আলোর পখে নষ্ট ধোঁয়া
চমক দেখছি ডানে-বায়!
যেদিন সেজন চলে যাবে
ঘৃণার সাথে নেয় বিদায়!


আসল ছেড়ে নকল নিয়ে
ভাবছো তুমি করলে জয়,
সময় কিন্তু হারিয়ে যাচ্ছে
হবে কি আর বোধোদয়?