ধূলির নগরে উড়ে দূষিত বাতাস!
কিঞ্চিৎ আশা জাগে দেখে মেঘলা আকাশ;
বৃষ্টির জলে ভিজে ধূলি হলে নাশ
জীবন ঝুঁকিমুক্ত হয় পেলে শ্বাসের আশ্বাস।


পরিবেশ বিপর্যয়ে হয়েছি সেরা!
কথা বলি মুখরোচক! সত্যকে করিয়া বন্দী;
সত্য বলতে গেলে বানাবে ভেড়া,
জীবন বাঁচাতেই করতে হবে অনুচিত সন্ধি!


হাঁপানী সহ হয় কতই না রোগ!
দূষণের বলি হয়ে করছি অবিরত হাঁসফাঁস!
বাড়ছে ঘরে ঘরে ক্রমেই শোক!
কারণ, শেষে হয় কত মানুষ অসময়ে লাশ!


দেখার দায়িত্ব যার সেই উদাস!
অথচ, কাগজে-কলমে দেখায় কতই খরচ!
রাতের অন্ধকারে বিল হয় পাশ!
প্রতিবাদ করার নেই কারো, কোনই গরজ!


এভাবে হয়ে যায় সব হালাল!
অহেতুক, মানুষের টাকাগুলো হয় অপচয়
জনতা হয়ে যায় শুধু কাঙ্গাল!
কবে হবো স্বদেশহিতৈষী, হবে বোধোদয়?