আমি তো ভাই নইরে কবি
ভান করি কবির!
জ্ঞান-গরিমা নেই যদিও
ভাব দেখাই গভীর!


বিনি সুতোয় মালা গাঁথি
বর্ণ যাহার ফুল,
ফুলের সাথে ফুল মিলে না
তাইতো করি ভুল!


ব্যাকরণ তো নেইরে জানা
মন হয় উচাটন!
মনের সাথে সময় কাটাই
আর তো নেই কারণ।


ভুল যদি হয় হোক না বন্ধু
করো না বারণ,
কাব্যকলার ছলে করি
নিসর্গে ভ্রমণ।


হয়তো পাঠক বোঝে নারে
লিখার কি ধরণ!
তবু আমি লিখেই চলি
কবিতার চরণ!