এখানে চলে নিরন্তর কবিতা যুদ্ধ!
যে যুদ্ধে হয় নান্দনিকতার জয়;
নিসর্গ, দেশপ্রেম, আবেগ-অনুরাগ
প্রেম-ভালবাসা যার হাতিয়ার।


এখানে ছলনার আতিশয্য নেই-
নেই প্রতারণার নোংরা অধ্যায়,
এখানে কালো কালির আঁচড়ে
স্বপ্নীল রঙধনু আলোক ছড়ায়।


কবির আসর নয় অসাধুর জলসা ঘর;
এখানে অনাচার-অবিচার রুখে দিতে
সত্যের আবাদ আর দ্রোহের চাষ হয়,
কবিরা প্রেম-ভালবাসার স্বপ্ন ছড়ায়।


কবিকুল আত্মপ্রবঞ্চনার শিকার নয়;
প্রতিহিংসার বীজ কেউ করে না বপন,
ইথারে ডানা মেলে ভালবাসা উড়ে যায়
কবি থেকে কবিদের সুরভিত আঙিনায়।


এখানে ব্ল্যাক ম্যাজিক আর হলাহল নেই;
নেই ঘোষ্ট রাইটারদের দুরন্ত উপদ্রব,
এখানে রাজনীতিক নেই, আছে তার আলোচক,
যারা চায় দেশ হোক নন্দিত কাব্যের প্রতিরূপ।