শরতের সমীরণে দোলে না কাশফুল
চারিদিকে শুধু ভাসে
পাড় ভাঙ্গা মানুষের কান্না!
যতদূর চোখ যায়
কেবলই পাথার দেখি
ধেয়ে আসে রাক্ষসী বন্যা।


সবুজের ছায়া ঘেরা
শ্যামলিমা গ্রাম আজ
নিরন্ন মানুষের জনপদ!
সলিলে সজল আঁখি
নীরবে রয়েছে চাহি
দিবানিশি কেউ নয় নিরাপদ।


সোনালী ফসল গুলো
সলিলে সমাধি হলো
অভুক্ত মানুষের চারিদিকে হাহাকার!
নিরাপদ পানি বিনে
শুকায় কন্ঠনালী
দরদী কেউ নাই কে করিবে প্রতিকার!


কার অপরাধে তুমি
কারে দাও শাস্তি
বিপদে রক্ষা কর অসহায় পরিবার!
কবির আকুতি শোন
তুলিয়াছি দু'টি হাত
তুমি তো সবই পার হে দয়াল নিরাকার।