কল্প লোকের গল্প নিয়ে
পদ্য লিখি রাত্রিদিন,
ভাবনা গুলো এলোমেলো
স্বপ্ন ভাসে অন্তহীন।


কেউ বা বলে পাগল নাকি
কেউ বা বলে অর্থহীন!
দেশ আমাদের লালন করে
শোধ করে যাই একটু ঋণ।


দেশের মাটি ডাক দিয়ে যায়
হৃদয় দিয়ে শুনতে পাই,
মায়ের কথা মায়ের ভাষায়
ছন্দে ছন্দে বিলিয়ে যাই।


প্রেম-প্রণয়ের মধুর ছবি
কবির ভাষায় জীবন পায়,
চাঁদনী রাতে জোছ্না হেসে
গড়িয়ে পড়ে কবির গায়।


দেশ বিদেশের নানান বিষয়
পাঠক হৃদয় করছে জয়,
নিঃস্ব কবির কাব্য গ্রন্থ
ছড়িয়ে পড়ে বিশ্বময়।