কোথা থেকে আসে এত এত কথা
কোথা থেকে আসে কবিতা,
কোনটার গভীরে পাই উত্তম ঘ্রাণ
কোনটার মাঝে পাই ব্যথা!


কবিতাকে আমি বড় ভালোবাসি
মনে হয় যেনো প্রেমিকা,
সুখে-দুখে থাকে খুবই পাশাপাশি
ভালো লাগা হৃদ কণিকা।


কবিতা যেন প্রিয় বসন্ত বিলাস
গগনের পূর্ণিমার চন্দ্রিকা,
যখন চলি আমি একা মরুপথে
তখনো সে যেন সাথীকা!


বাদলা দিবসে জাপটে ধরে থাকে
লাজ-শরমের নেই বালাই,
যত বলি থাম, আজ আর নয়;
ততই করে ধানাই-পানাই!


হঠাৎ করে সে আসে ক্ষণে ক্ষণে
কানে কানে বলে কতকথা,
কিছু ভুলে যাই, কিছু মনে গাঁথি
যখনই লিখি হয় কবিতা।