তোমার গতর ভরা নরম শব্দ গুলো
ইশারায় ডেকে শোনায় আশার বাণী,
স্বপ্নের ছবি এঁকে প্রেমের গল্প শোনায়!
তোমাকে আমার বড় ভাল লাগে প্রিয়;
ভীষণ কাছের আর আপন মনে হয়।


শ্রাবণের বর্ষার মত যেমন আবেদনময়ী
তেমনি বসন্ত বিলাসী তুমি সবারই প্রিয়!
তোমার খোঁপায় দোলে শরতের কাশফুল
চোখের তারায় ভাসে সাদা মেঘের আঁচল,
সবুজ নরম ঘাসে নুপুর জড়ানো পায়ে
শিশির মাড়িয়ে হাঁটো প্রতিটি সকাল!


রুদ্র বোশেখ হয়ে হৃদয়ে ঝড় তোলো
কখনো বা ঘর ভাঙ্গো প্লাবনের ঘায়ে!
ঝোরে পড়া শেফালীর মত আড়ষ্ট হও;
আবার বকুল ফুলের মত সুবাস ছড়াও,
রজনী গভীর হ'লে প্রশান্তি বিলিয়ে তুমি
স্বপ্নের দেশে দেশে উড়িয়ে নিয়ে যাও!
প্রেয়সীর মত করে আবেগ ছড়িয়ে হাসো,
নন্দিত জীবন সঙ্গীর মত বড় ভালবাসো!