বর্ণিল কিছু কথার মালা যখন
নান্দনিক ছন্দে কাব্যময় হয়ে
পাঠকের মন ছুঁয়ে ছুঁয়ে যায়,
তখনই তা কবিতার রূপ পায়।


কবিতা জীবনের কথা বলে,
যুদ্ধ এড়াতে চায় সুনিপুন ছলে;
কবিতা ভালবাসার প্রিয় মিতা
আপ্লুত হৃদয়ে ছড়ায় আকুলতা!


কবিতা ফানুসে চড়ে শূন্যে হারায়;
রঙধনুর রঙ মেখে হয়ে স্বপ্নবাজ
মানুষের মনে গড়ে আপনার রাজ,
দ্রোহও করে ক্ষণে ফেলে শত কাজ!


কবিতা হৃদকাননের সুরভিত ফুল;
ভালবাসে নিসর্গ, ষোড়শীর দুল,
জুলুম প্রতিরোধে মেনে নেয় শূল!
বিবর্ণ মানবতা বাঁচাতে ব্যাকুল!


অন্ধ কানা গলির নিরন্ন পথকলি
কবিতার কাছে এসে ভালবাসা পায়,
জননীর আঁচল হয়ে মমতা বিলায়;
বিজয়ের আনন্দে মুক্তির গান গায়।