ডানা মেলে উড়ে যাক মুক্ত বিহঙ্গের মত
ছন্দের তালে দুলে উঠুক লক্ষ-কোটি হৃদয়ে,
তাকে বন্দী করো না নিয়মের বেড়াজালে।
কবিতার আবেগ, বাঁধ ভাঙ্গা জোয়ারের মত,
সাগরের ঢেউয়ের মত আছড়ে পড়ুক
সোহাগী পাঠক আর কাব্য প্রেমীর বুকে।
ওকে স্বপ্ন ছড়াতে দাও নির্জীব মানুষের প্রাণে;
বেলী ফুলের মালার মত জড়িয়ে থাক
উচ্ছল কিশোরীর নবীন কবরীতে।
কবিতা প্রেমের কথা বলে, বলে বিরহের;
বিষন্ন মনের মাঝে করে আনন্দের চাষ!
মানব হৃদয় হোক কবিতার আবাস।
আমি ভুলে যেতে চাই দুঃখের যন্ত্রণা,
ভুলে যেতে চাই একাকিত্বের নিঃসঙ্গতা।
কবিতাই হোক আমার স্বপ্ন বিলাস।