কক্ষচ্যুত নক্ষত্রের পতন হলে গ্রাস করে কৃষ্ণগহ্বর;
হারিয়ে যায় স্মরণাতীত কালের গূঢ়তম অন্ধকারে!
রহস্য উন্মোচনের খাটে না আর কোন ছল-ছুতো!
এমনকি, এভাবেই হয়েছে কত সভ্যতার বিপর্যয়!


কোন সৃষ্টিকুলই নিরঙ্কুশ ক্ষমতার স্বত্বাধিকারী নয়;
এখানেই মহান স্রষ্টার সার্বভৌমত্বের অহঙ্কার গুপ্ত,
তারপরও, সংশয়বাদীর দোর্দন্ড প্রতাপের নৈরাজ্য
জীবনের শুদ্ধতাকে ঠেলে দেয় ধ্বংসের দ্বারপ্রান্তে!


কালে কালে এসেছেন কত মহামানব এ সংসারে।
তুলে ধরেছেন আল্লাহ্তা’লার মানব বান্ধব বিধান,
যার আলোয় উদ্ভাসিত হয়েছে বিপথগামী জনপদ;
বয়ে গেছে কতবার সুশীতল প্রশান্ত সুধার প্রস্রবণ।


আবার কখনো কখনো অবিশ্বাসীরা হয়েছে অকৃতী;
তবু, পরিণতি না ভেবেই করেছে জ্ঞানের অহঙ্কার!
এরাই অপাংক্তেয় হয়ে হারিয়ে গেছে কালের গর্ভে,
যেমন করে হারিয়ে যায় কক্ষচ্যুত নক্ষত্র অন্ধকূপে!