জীবনের বিচিত্র রঙ গুলো বড় ক্ষণস্থায়ী!
কখনো ঝরে পড়ে পদ্ম পাতার গায়,
কখনো আল্পনা আঁকে কল্পনার আকাশে
কখনো বা বিবর্ণ হয়ে দিগন্তে হারায়!


শর্তহীন ভালবাসায় গোলাপ পাপড়ি
বলাকার পালকের মত তরঙ্গে ভাসে,
নির্ঘুম রাতে প্রেয়সীর ছবি এঁকে
রমনীর রঙে তাকে স্বপ্নে দেখে হাসে!


হৃদয়ে দোলা দিতে মনের আঙিনা দিয়ে
ফিরে আসে মোহনায় পূর্ণিমা রাতে,
প্রেমের আনন্দ যেন নিঃশব্দে ছুঁয়ে যায়;
মুগ্ধ রজনী হাসে জোছনার সাথে।