দূর আকাশের চন্দ্র প্রভায়
স্নিগ্ধ হলো নিশি,
যুগল প্রেমীর ভালবাসায়
মুগ্ধ হলো শশী।
নিসর্গ তাই চাঁদকে বলে
তোমায় ভালবাসি।।


মন যমুনার অথৈ জলে
গাঙশালিকের ঝাঁক,
কাশ কুঞ্জের ভিতর দিয়ে
জীবন নদীর বাঁক।
বাঁকটা ঘুরেই তৃপ্তিদায়ী
মন ময়ুরীর ডাক।।


শঙ্খচিলের ডানায় চেপে
স্বপ্ন ছড়ায় ঘ্রাণ,
সুরের জাদুর ছন্দে নাচে
উষ্ণ প্রেমীর প্রাণ।
প্রান্ত ছোঁয়া শান্ত সমীর
গাইছে সুখের গান।।