নীরবতার গভীরে প্রবেশ অসম্ভব কিছু নয়;
বদলে যাবার মহৎ প্রয়াসে সৎ চেতনার জয়,
এ জীবন অনেকের ভালোবাসায় সিক্ত হলেও
সরলতা বিবর্জিত জীবন ওপার গিয়ে ব্যর্থ হয়।


দর্শকশূন্য মাঠে গোল দিলে ফাঁকা জালে
কতটুকু আনন্দ নিয়ে ঘরে ফেরা যায়!
বিগত ভুলের মাশুল গুনছে যারা এই অবেলায়
মুখ টিপে হাসে, সাথে উপভোগ করে অসহায়।


কল্পনার গভীরে আল্পনা এঁকে এঁকে সময় ফুরায়;
ফাগুনের উত্তাপে উত্তপ্ত হয়ে বেসামাল হয়ে যায়!
বিড়ম্বনার কালো অধ্যায়ই লালন করে নিঃসংশয়ে!
সাধনা করে; কিন্তু জানে না কার কাছে জয় চায়!


শোষিতের ফোঁটা ফোঁটা অশ্রুকণা বিদ্রোহ কোরে
কম্পমান কোরে তোলে অলঙ্কার খচিত সিংহাসন,
শেষে একদিন পুঞ্জিভুত অশ্রুর ঢল সুনামী হয়ে
ভাসিয়ে দেয় ভূ-স্বর্গ, ইতিহাস হয়ে থাকে দুঃশাসন!