ঝড়-তুফানেও চলছে গাড়ি
ক্ষাণিক ক্ষণে দিয়ে পাড়ি
পৌঁছে গেলে ইষ্টিশনে
যাত্রী পাবে বাড়ি।


যাহার খবর নেই রে জানা
হুঁশহারা সব অন্ধ-কানা!
মোহ জালে জড়িয়েছি
ভুলেছি ঠিকানা!


গার্ড বাজালে হুইসেল খানা
থাকবে নারে আলোচনা,
ধরতে হবে অবশেষে
অচেনা পথখানা।


রইবে না কেউ সঙ্গে আপন
কেমন হবে সে আবাসন;
মন্দ হলে রোনাজারি
চলবে আজীবন!


পথ হারালে আসল বাড়ির
দোষ নেইরে মাতৃনাড়ির
জ্বলতে হবে অনন্তকাল
পুড়বে দেহ-শরীর!