এই কিছুদিন হয়, বিজ্ঞান জেনেছে
পানি চক্রের কথা,
এসেছে সূরা জুমার’র ২১ আয়াতে
ঘামাও একটু মাথা।


বিজ্ঞান সেদিন জানে, মিশে নারে
লোনা ও মিষ্টিপানি,
সূরা ফুরকান’র ২৫-আয়াতে আছে,
মুসলমানরা মানি।


ইসলাম বলে, ঘুমাও ডানদিকে শুয়ে
তাতেই হবে কল্যাণ,
তাই যদি করো, হার্ট রবে ভালো
স্বীকার করে বিজ্ঞান।


পিঁপড়া মৃত সাথীদের কবর দেয়;
বাজার ব্যবস্থা আছে!
সূরা আল নমল’র ১৭, ১৮ বলে,
বিজ্ঞান মেনেছে পাছে!


চলবে-------