নিজেকে জানি, স্রষ্টাকে জানি, জানি এ সৃষ্টিকে,
জানবার চেষ্টা করি, বিধাতার রঙ হৃদে মেখে;
অহেতুক ফেতনা সৃষ্টি করে সমাজ করি অশান্ত!
নিজেকে সুজন বানিয়ে পরিবেশ রাখবো প্রশান্ত।


সৃষ্টিকেই স্রষ্টা ভেবে যখন জ্ঞানের জাহির করি
মনের অজান্তে সবে নিন্দিত শিরকের পথ ধরি!
স্রষ্টা বলেন “জুলুম করছো নিজে নিজের উপর;
সময় হলেই পাকড়াও হবে, পাইবে তখন খবর।”


শুধু মিথ্যাকে পুঁজি করে পার পাওয়া যাবে না;
রইবে না এমন দিন, একদিন বদলাবে জামানা,
আল্লাহ্-রাসুলকে নিন্দা করে এগোবে কতদূর?
সবাই বুঝে নিবে একদিন, তুমি কত বড় ধুর!


ভুল করে সবে ভুল বুঝিয়া ভাঙ্গছি দ্বীনের বাঁধ!
খাতার পাতায় জমতে থাকে কত ঘৃণ্য অপরাধ!
দিন ফুরোলে আসবে মরণ পারবো না রুখিতে,
ওপার গিয়ে পড়বে জীবন জাহান্নামের ঝুঁকিতে!


মরার আগে মরলে হবে, দহন যন্ত্রণার অবসান
বিনম্রতার সর্বোত্কৃষ্ট উপহার আল্লাহ্'র প্রতিদান,
সত্যবাদী পায় বিনিময় মিথ্যাবাদীর নেই উপায়-
জান্নাতীদের বরণ করে মহান স্রষ্টার ফেরেস্তায়।