কি এক কঠিন সময় আজ প্রবাহমান!
নীরবে-নিভৃতে মরণ এসে বাসা বাঁধে
মনের অজান্তে আহা! দেহের ভিতর!
তখন আর ছুঁয়েও দেখে না প্রিয়জন!


ভয়ের বলয় গড়ে কুয়াশায় ঘিরে ফেলে
তারই মাঝে কেউ বা বন্দী হয়ে যায়!
একটু একটু করে সাহস হারিয়ে ফেলে
অদৃশ্য হতে থাকে প্রত্যাশার আড়ালে!


ঠায় দাঁড়িয়ে থাকে স্বজনরা ভেজা চোখে
ক্রমেই দুঃস্বপ্ন তাড়া করে নির্বিবাদে!
হায়! হায়! এ কেমন অসহায় দৃশ্য!
নিজেকে তাই মনে হয় অচ্ছুত-অস্পৃশ্য!


হৃদের গভীর দেশে ভর করে পরিতাপ!
জেগে জেগে ঘুমিয়ে থাকে সন্দেহ-সংসয়!
কেউই জানে না কার কখন কি হয়ে যায়!
তাই চোখের তারায় ভাসে আতঙ্কের ছায়া!


হয়তো এক সময় আঁচলের ফাঁক গলে
খসে পড়ে মায়া-মমতা নির্মম জমিনে!