আরব বসন্তের নামে যারা মানবতার হন্তা
হয়ে আগ্রাসন চালায় বিশ্ব শাসনের অভিপ্রায়ে,
আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া অবশেষে তুরস্কে!


রুখে দিল আগ্রাসনের লকলকে অগ্নি জিহবার মোহকে,
অক্টোপাশের থাবাকে, ভারসাম্যের বতিঘর হয়ে।  
সাবাশ! বন্ধু, সাবাশ! তোমাকে সালাম;
নায়ক থেকে তোমাকে মহানায়ক হতে দেখলাম!


আর আমরা যুদ্ধ করে
স্বাধীনতা ছিনিয়ে আনা জাতি;
আমাদের জীবদ্দশায়ই আত্মসমর্পণ করে
শেয়ালের গর্তকেই নিরাপদ ভেবে
সেখানে আশ্রয় নিলাম!


বেসামাল সব শব্দগুলো ইদানীং
তরঙ্গ ভেদ করে হতাশা ছড়ায়!
ক্রান্তিকালের অনিবার্যতাও হিমেল
হাওয়ার তীব্রতাকে উষ্ণতার আলিঙ্গনে
শাণিত করতে ব্যর্থ হয়!


শৈত্য প্রবাহে জমাট বাধা স্বপ্নগুলো
রংধনুর রঙ অথবা বিজয়ের ফোয়ারাকেও
অনুভূতিহীন কাগুজে বাঘের মত
মূক, বধির পাথর বানিয়ে দেয়!


দর্শনও থমকে যায় এবড়ো থেবড়ো
রাজপথের খোঁড়া খুঁড়ির গ্যাঁড়াকলে!
অনেক কিছুই ফ্যাকাসে হয়ে আসে
ঘন কালো মেঘের ঘনঘটায়! ‍