কবিতা হলো সুমধুর কথার মালা।
শ্রুতিমাধুর্য আর ছন্দময়তা যদি
হৃদয় হরণের নেশায় করে বাজিমাত,
তবে তো কল্পনার আল্পনা এঁকে এঁকে
রকমারী ভাবনার নান্দনিক উপস্থাপণে
পাঠকের চিত্ত জয় করা যায় অবলীলায়।
অলঙ্কারের জৌলুসও আকৃষ্ট করে মন;
যদি সাথে থাকে বোধগম্য অর্থপূর্ণতা।


কখনো কখনো দুর্বোধ্যতাও নন্দিতা
হয়ে উঠে, যদি কবিকলমের বলিষ্ঠতা
পাঠকের মনের গভীরে প্রবেশ করে
শিহরণ জাগাতে পারে সাফল্যের সাথে।
জাগিয়ে দিতে পারে উপমায় উপমায়
হৃদয়ের স্পন্দন মুগ্ধতা ছড়িয়ে দিয়ে।


মনের আকাশে ভাসিয়ে দিতে পারে
প্রেমের ভেলা, মায়ার বাঁধনে যদি
বেঁধে ফেলতে পারে স্বপ্নিল আবেগে,
বিরহ বেদনা, জীবনের সুখ-দুখের
সার্থক বর্ণনও হতে পারে উপভোগ্য
কাব্যসুধা, পেতে পারে পাঠকপ্রিয়তা।