বাংলা সনের তপ্ত মাসে
মেজাজ থাকে রুক্ষ,
যাদের ঘরে নেই এসি-ফ্যান
তাদের বড় দুঃখ!


নাইরে বাড়ি নাইরে দুয়ার
ফুটপাতই তার বিছানা!
আজ জোটে তো কাল জোটে না
নিত্য দিনের ভোজ-খানা!


রবির তাপে পিচ গলে যায়
দিন-রজনী উষ্ণ,
টোকাইরা কার পাপের ফসল
জাগে নানান প্রশ্ন!


মানুষ কেন নয়রে মানুষ
স্বার্থ নিয়েই ব্যস্ত!
মানবতার ধার ধারে না
ঘেন্না করে দুঃস্থ!


প্রভাবশালীর বিত্ত দেখে
দেয় চরণে অর্ঘ্য!
মাল-সামানার বেজায় ভুখা;
জমিন ভাবে স্বর্গ!