মায়ের পায়ের ধুলো
মিশে আছে এই দেশে
চমকে থমকে গেল পা,
এ মাটি যেন আমারই মা।


তার স্মৃতি বিজড়িত সংসারে
আমি খুঁজে পাই মায়ার পরশ,
তার কোমল হৃদয়ে থেকেছি
সুখের আনন্দে পরম আস্থায়।
তুমি চলে গেলে অনন্তলোকে
আমাকে একা ফেলে বাঁধন ছিড়ে!


যেখানে প্রেম নেই, নেই কোমলতা
যেথা শূন্যতা খাঁ খাঁ করে দিনমান,
এখানে বাস করে ধোঁয়াশার মাঝে
প্রেমহীন মানুষের কঙ্কাল!
ওরা অনর্গল অসত্য বলে যায়
ভালবাসার কবিতা লিখতে চায়,
অথচ নিত্য সঞ্চয় করে অসহ্য অহম!
আবার নিজের ছায়াকেও ওরা
প্রচন্ড ঘৃণায় মাড়িয়ে যায়!


তাইতো অতৃপ্ত মনে বড় সাধ জাগে,
আরেকবার তোমার কোমল হৃদয়টা
যদি ছুঁয়ে দিতে পারতাম!
যদি মা বলে আশ্রয় নিতে পারতাম
তোমার আঁচলের ছায়,
অশান্ত মন নিয়ে-
নিরাশার বালুচরে এই অবেলায়।