একটু সুখের আশা;
একটুস ভালোবাসা!
বদলেও দিতে পারে
স্বপ্নের গতি-ভাষা।


হৃদয় আঙ্গিনা থেকে
প্রিয়জন চলে গেলে
বিরহ যাতনা এসে
ব্যথা দেয় পলেপলে!


দিশাহীন এ জীবন
ছুটে যায় অজানায়,
খুঁজে ফিরি দিগন্তে
পুনঃ পাবো আশায়!


সুখ ছিল মনে যত
হারিয়েছে অবিরত,
পাষাণী মন খানি
হলো ক্ষত-বিক্ষত!


এবার বাঁধবো কষে
এ মনকে অবশেষে,
দূর করে অশ্রুবিন্দু
দাঁড়াবো নব বেশে।